বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে ১২টি সোনার বার সহ আটক মুক্তিযুদ্ধের মহানায়ক শহীদ তাজউদ্দীন আহমেদ – শাহ রিয়াজুল হান্নান গাজীপুরের কাশিমপুরে অটো রিকশা চালক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজন আটক গাজীপুরের কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের হাতে নৃশংসভাবে অটো চালক খুন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মামুন মন্ডল গ্রেফতার স্মার্ট কার্ড বিবরণী অনুষ্ঠান সেবা কেন্দ্র পরিদর্শনে শাহ রিয়াজুল হান্নান উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ

গাজীপুর সিটি কর্পোরেশনের নিকট “খোলা চিঠি” | সময়ের দেশ

লুৎফর রহমান, পূবাইল (গাজীপুর) মেট্রো থানা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৯১৯ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের রাস্তা সম্প্রসারণ একটি যুগান্তকারী পদক্ষেপ । যা বাস্তবায়ন হলে আগামী ৫০ থেকে ১০০ বছর পর্যন্ত এর সুফল পাবে নিজ নিজ এলাকার জনগণ । তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ডের মিরের বাজার সংলগ্ন বাইপাস হতে পূবাইল মেট্রো থানার সামনে দিয়ে নৈবাড়ি হয়ে ভাদুন ! ভাদুন হতে দরগাপাড়া দিয়ে বাড়ই বাড়ি হয়ে সোড়ল মন্দির পর্যন্ত ৪০ ও ৩০ ফুট রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হতে যাচ্ছে ।

ইতি মধ্যে একটা ভেকু সোড়লে রাস্তার কাজে লেগেছে । পূর্বের রাস্তা সরু থাকার কারনে ভেকু সোড়ল যাওয়ার সময় রাস্তার দুই পাশের বেশ কিছু বড় বড় গাছ উবড়ে ফেলে দিয়ে যায়। তাতে গাছ গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ! যা এখন লাকড়ি ছাড়া আর কোনো কাজে আসবে না। যদি ঐ গাছ গুলো কটার সময় পাওয়া যেতো তবে তা দিয়ে মুল্যবান আসবাবপত্র বানানো বা উপযুক্ত দামে বিক্রয় করা যেতো।

তা ছাড়া রাস্তা সম্প্রসারণের জন্য বহু ঘরবাড়ি, দোকানপাট , মসজিদ সহ বাড়ির বাউন্ডারি ভাঙ্গা পড়ছে। অনেকের পুর্বপুরুষের কবর ও সেখান থেকে সরিয়ে অন্যত্র প্রতিস্থাপন করা হচ্ছে । কিন্তু দুঃখের বিষয় হলো এলাকার গুটিকয়েক জন ছাড়া বাকি সবাই হত দরিদ্র । তার উপর করোনা কালিন সময়ে সবাই নিজ নিজ জীবন জীবিকা নিয়ে হিমসিম খাচ্ছে। এমতাবস্থায় নিজে খেয়ে বাঁচবে না কি ঘরবাড়ি ভেঙে অন্যত্র নিয়ে যাবে ?


ঘরবাড়ি ভেঙে অন্যত্র নেওয়ার মতো সামর্থ্য বেশিরভাগ মানুষের নেই। এর মধ্যে কয়েকজন ঘর ভিটা হারিয়ে নিঃশ্ব হয়ে যাচ্ছে, যাদের আর কোনো জমি নেই যেখানে বাড়ি তৈরি করে মা বাবা স্ত্রী ছেলেমেয়ে নিয়ে জীবন যাপন করবে।
আমি এলাকার ইকবাল হোসেন, সালাউদ্দিন , সরাবদ্দিন খান ও মশিউর রহমান এদের সাথে কথা বলেছি । তারা জানান তাদের সমূদয় ঘরবাড়ি রাস্তা সম্প্রসারণের জন্য ভাঙা যাচ্ছে । নতুন বাড়ি করার মতো আর কোনো জমি অবশিষ্ট নেই। এমতাবস্থায় এদের পুনর্বাসন না করা হলে এরা গৃহহীন হয়ে পড়বে। আবার কারো কারো অপূরণীয় ক্ষতি হচ্ছে । জানা গেছে বারই বাড়ির মধ্যে লুৎফর রহমানদের প্রায় কুটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে..! (২২ শতাংশ জমি, তিনটি পাকা ঘর, ২৪০ ফুট লম্বা ৮ ফুট উচ্চতার আরসিসি বাউন্ডারি , ৩০ টি ফলজ ও কঠের গাছ) যা একক ভাবে সোড়ল বারই বাড়ির মধ্যে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি ।


তাই এসব কিছু বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষ যদি ক্ষতি পূরনের ব্যবস্থা করে তবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী কিছুটা স্বস্তি পাবে। যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষ থেকে এই খোলা চিঠি…!

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102