গাজীপুর সিটি করপোরেশনের রাস্তা সম্প্রসারণ একটি যুগান্তকারী পদক্ষেপ । যা বাস্তবায়ন হলে আগামী ৫০ থেকে ১০০ বছর পর্যন্ত এর সুফল পাবে নিজ নিজ এলাকার জনগণ । তারই ধারাবাহিকতায় গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ডের মিরের বাজার সংলগ্ন বাইপাস হতে পূবাইল মেট্রো থানার সামনে দিয়ে নৈবাড়ি হয়ে ভাদুন ! ভাদুন হতে দরগাপাড়া দিয়ে বাড়ই বাড়ি হয়ে সোড়ল মন্দির পর্যন্ত ৪০ ও ৩০ ফুট রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হতে যাচ্ছে ।
ইতি মধ্যে একটা ভেকু সোড়লে রাস্তার কাজে লেগেছে । পূর্বের রাস্তা সরু থাকার কারনে ভেকু সোড়ল যাওয়ার সময় রাস্তার দুই পাশের বেশ কিছু বড় বড় গাছ উবড়ে ফেলে দিয়ে যায়। তাতে গাছ গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ! যা এখন লাকড়ি ছাড়া আর কোনো কাজে আসবে না। যদি ঐ গাছ গুলো কটার সময় পাওয়া যেতো তবে তা দিয়ে মুল্যবান আসবাবপত্র বানানো বা উপযুক্ত দামে বিক্রয় করা যেতো।
তা ছাড়া রাস্তা সম্প্রসারণের জন্য বহু ঘরবাড়ি, দোকানপাট , মসজিদ সহ বাড়ির বাউন্ডারি ভাঙ্গা পড়ছে। অনেকের পুর্বপুরুষের কবর ও সেখান থেকে সরিয়ে অন্যত্র প্রতিস্থাপন করা হচ্ছে । কিন্তু দুঃখের বিষয় হলো এলাকার গুটিকয়েক জন ছাড়া বাকি সবাই হত দরিদ্র । তার উপর করোনা কালিন সময়ে সবাই নিজ নিজ জীবন জীবিকা নিয়ে হিমসিম খাচ্ছে। এমতাবস্থায় নিজে খেয়ে বাঁচবে না কি ঘরবাড়ি ভেঙে অন্যত্র নিয়ে যাবে ?
ঘরবাড়ি ভেঙে অন্যত্র নেওয়ার মতো সামর্থ্য বেশিরভাগ মানুষের নেই। এর মধ্যে কয়েকজন ঘর ভিটা হারিয়ে নিঃশ্ব হয়ে যাচ্ছে, যাদের আর কোনো জমি নেই যেখানে বাড়ি তৈরি করে মা বাবা স্ত্রী ছেলেমেয়ে নিয়ে জীবন যাপন করবে।
আমি এলাকার ইকবাল হোসেন, সালাউদ্দিন , সরাবদ্দিন খান ও মশিউর রহমান এদের সাথে কথা বলেছি । তারা জানান তাদের সমূদয় ঘরবাড়ি রাস্তা সম্প্রসারণের জন্য ভাঙা যাচ্ছে । নতুন বাড়ি করার মতো আর কোনো জমি অবশিষ্ট নেই। এমতাবস্থায় এদের পুনর্বাসন না করা হলে এরা গৃহহীন হয়ে পড়বে। আবার কারো কারো অপূরণীয় ক্ষতি হচ্ছে । জানা গেছে বারই বাড়ির মধ্যে লুৎফর রহমানদের প্রায় কুটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে..! (২২ শতাংশ জমি, তিনটি পাকা ঘর, ২৪০ ফুট লম্বা ৮ ফুট উচ্চতার আরসিসি বাউন্ডারি , ৩০ টি ফলজ ও কঠের গাছ) যা একক ভাবে সোড়ল বারই বাড়ির মধ্যে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি ।
তাই এসব কিছু বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষ যদি ক্ষতি পূরনের ব্যবস্থা করে তবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী কিছুটা স্বস্তি পাবে। যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষ থেকে এই খোলা চিঠি…!