জমির নামনামজারি করতে গেলে যখন আপনি আবেদন করতে যাবেন তখন ভূমি অফিসের আশেপাশে কম্পিউটার দোকান গুলোতে গিয়ে প্রথম ধাক্কাটা খাবেন। তারা প্রয়োজনের অতিরিক্ত টাকা দাবি বা সেখানে দালাল রয়েছে যারা আপনার নামজারি সবকিছুই করে দেবে নির্দিষ্ট টাকার বিনিময়ে যা নিচের হিসাবের চেয়ে বহুগুণ বেশি। নামজারি কয়েকটি ধাপে করতে হয়। নিজে নিজে নামজারি করতে গেলে এসিল্যান্ডের সাথে কয়েকবার আপনাকে সাক্ষাৎ করতে হবে, বাস্তবিকপক্ষে যা সত্যিই দুরহ ব্যাপার কারণ কমিশনার সাহেব প্রায়ই ব্যস্ত থাকে। তাছাড়া আপনি যখন এসিল্যান্ড অফিস থেকে ভূমি অফিসে যাবেন তখন সবাই আপনার সাথে ভালো আচরণ করবে না অথবা আপনাকে ঘুরাবে, এমনও দেখা যাবে কম্পিউটার ম্যান অথবা পিয়ন আপনাকে বলে দিবে এসিল্যান্ড অফিস থেকে আপনার কোন কাগজপত্র আসেনি। আপনি আবার যখন এসিল্যান্ড অফিসে যাবেন তখন তারা বলবে পাঠানো হয়েছে আবার যখন আপনি ভূমি অফিসে যাবেন তখন তারা খুঁজাখুঁজি করবে বলবে কাজের অনেক চাপ আপনি একটু ঘুরে আসেন। সে ক্ষেত্রে দেখা যাচ্ছে সকাল গড়িয়ে বিকেল হয়ে যাবে। আপনাকে ঘুরাতে থাকবে এখন কথা হচ্ছে আপনি কিভাবে নিজে নিজে কাজটি করবেন এবং আরো মজার ব্যাপার হচ্ছে এসিল্যান্ড অফিস এবং ভূমি অফিসে কিছু সংখ্যক দালাল রয়েছে তাদেরকে দেখলে বোঝা যাবে না তারা কি অফিসের লোক নাকি বাইরের লোক।
তারা আপনাকে বিভিন্নভাবে প্রস্তাব দিবে টাকার বিনিময় করে দেয়ার জন্য এবং একটি বিষয় না বললেই নয় এসিল্যান্ড অফিস এবং ভূমি অফিসের কর্মচারীরা সরাসরি এর সাথে জড়িত বিশেষ করে পিয়ন আপনাকে বলবে যে আপনি নিজে নিজে কাজটি করতে গেলে অনেক হয়রানির শিকার হবেন।
তো কথা হচ্ছে এতকিছু পার করে আপনি কি নিজে নিজে কাজটি করবেন নাকি কোন দালালের হাতে দিয়ে দিবেন?