বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশালের উজিরপুর উপজেলাধীন সাতলা ইউনিয়নের দক্ষিন সাতলা নয়াকান্দি কাসেম মার্কেট থেকে দক্ষিণ সাতলা রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়,রাজাপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা হয়ে রাজাপুর স্লুইসগেট পর্যন্ত ৪ কি.মি. ইটের সোলিং রাস্তাটি বর্তমানে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটির বিভিন্ন জায়গা থেকে ইট উঠে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংষ্কারের অভাবে মাটির গর্তগুলি সম্প্রসারিত হয়ে পরিণত হয়েছে একেকটি মরণফাঁদে।
এ রাস্তাটি দিয়ে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা ও দক্ষিন সাতলা-রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ দক্ষিন সাতলা, রাজাপুর গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও রাস্তাটি সংস্কারের অভাবে বর্তমানে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
শুকনা মৌসুমে কোন রকম চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে স্থানীয় মানুষের দুর্ভোগের অন্ত থাকেনা। এমন পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে রাস্তাটি সংষ্কার পূর্বক দূর্ভোগ এড়াতে বরিশাল-২(উজিরপুর-বানারীপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
এছাড়াও পূর্ব রাজাপুর নিমাইয়ের খেয়াঘাট থেকে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় ও রাজাপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা হয়ে পশ্চিম রাজাপুর কলমারখাল পর্যন্ত মাটির রাস্তাটি জরুরি ভিত্তিতে জনগণ চলাচলের উপযোগী করার জন্য এলাকাবাসীর প্রাণের দাবি।