বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশাল জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৩ জুন শনিবার বরিশাল জেলা নিরাপদ খাদ্য অফিসারের কার্য্যালয় হল রুমে জেলা নিরাপদ খাদ্য অফিসার গোলাম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন এবং মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ কর্তৃপক্ষের সচিব মোঃ আক্তার মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বরিশাল জেলার সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান।
নিরাপদ খাদ্য আইন, বিধি, প্রবিধি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রূম্পা সিকদার। খাদ্য নমুনা সংগ্রহ,বিভিন্ন খাদ্য স্থাপনা পরিদর্শন, বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের এবং নিরাপদ খাদ্য আইন ও সংশ্লিষ্ট অন্যান্য আইন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাহফুজুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল জেলার জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এবং দশটি উপজেলার উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শকগন।