বরিশাল জেলা প্রতিনিধিঃ-
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় রিসোর্স পার্সন এবং অংশগ্রহণকারী বক্তারা তামাকজাত পণ্যের কুফল ও ভয়াবহতা তুলে ধরেন।
৩ জুন,২০২৪ বুধবার উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে উজিরপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাগন অংশগ্রহন করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস-চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট মোর্শেদা পারভীন,সাংবাদিক আব্দুর রহিম, সাংবাদিক মোঃ নূরুল ইসলাম প্রমুখ।
কর্মাশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ শওকত আলী এবং তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫(সংশোধিত ২০১৩) বিষয়ে আলোচনা করেন সহকারী কমিশনার(ভুমি)হাসনাত জাহান।
কর্মশালার মধ্যবর্তী সময়ে অংশগ্রণকারীগন ৪ টি গ্রুপে বিভক্ত হয়ে তামাকজাত পণ্য বাজারজাত,বিপনন,বিজ্ঞাপন বিষয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বাস্তব পদক্ষেপ বিষয়ে কিছু সুপারিশমালা প্রনয়ণ করেন এবং গ্রুপ লিডারগণ যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম,জামাল হোসেন,ওসি(তদন্ত)মোঃ তওহিদুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ নূরুল আলম বখতিয়ার এবং আনসার ও ভিডিপি অফিসার মোঃ সাহিনুর ইসলাম প্রেজেন্টেশন উপস্থাপন করেন।