আগামীকাল ২৮ জুলাই বাংলাদেশ সময় বিকাল ৪ টার পরে শুরু হবে টোকিও অলিম্পিক ২০২০ এর আর্চারী একক প্রতিযোগিতা। জাপানের আর্চারী দলের অধিনায়ক ইয়ামাউচির জন্য জাপানে অবস্থানরত বাংলাদেশের ব্যবসায়ী ড্রিমস টার্মিনালের মালিক বাংলাদেশের বুলবুল আহমেদ দোয়া কামনায় গেট টুগেদার এর আয়োজন করে।
আজ মঙ্গলবার ২৭ জুলাই জাপানের শিজুকায় কার এক্সপোর্টার এসোসিয়েশন অফ শিজুকা, বাংলাদেশ এর সৌজন্যে গেট টুগেদারের আয়োজন করা হয়। এর আয়োজক ড্রিমস টার্মিনালের মালিক বাংলাদেশের বুলবুল আহমেদ জাপানের শিজুকার ব্যবসায়ী ইয়োজি ইয়ামাউচি (ইয়ামাউচির বাবা ) বন্ধুর মেয়ের সাফল্যের জন্যে সবার কাছে দোয়া চান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাপানের লিউ ট্রেডিং এর স্বত্তাধীকারী আব্দুল্লাহ আল মামুন, জে এম এ কর্পোরেশনের কাজী রাইসউদ্দিন, নেক্সট ড্রাইভের প্রতাপ দাস সহ আরোও অনেক ব্যাবসায়ীগণ।
অনুস্ঠানে বুলবুল আহমেদ বলেন, জাপানের আর্চারী প্রতিযোগী দলের অধিনায়ক ইয়ামাউচিকে ছোট থেকেই চিনি, জানি এবং দেখছি, অত্যন্ত কঠোর পরিশ্রমী সে। নিজের মেধা এবং আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে আজকের ইয়ামাউচি। তার সাফল্য কামনা করি। এবং আমার বিশ্বাস সে স্বর্ণপদক পাবেই।
এসময় ইয়ামাউচির পরিবার বুলবুল আহমেদকে ইয়ামাউচির ছবি সম্বলিত ক্রেস্ট উপহার হিসেবে প্রদান করেন। পরিশেষে ইয়ামাউচির বাবা বাংলাদেশের সকল জনসাধারণের কাছে মেয়ের জন্যে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ইয়ামাউচির জন্ম: ১৯৯৯ সাল। স্কুল: ইয়োশিন বিদ্যালয়। বিশ্ববিদ্যালয় : ওসাকা ইউনিভার্সিটি পিতা: ইয়োজি ইয়ামাউচি । পেশা: ব্যাবসা (হেভি ট্রাক/মেকানিক্যাল) মেরামত কারখানা। বসবাস করেন : জাপানের শিজুকা প্রিফেক্চারের হামামাৎসু সিটিতে।
স্কুল বয়স থেকে ধনুক শিক্ষা শুরু। শুরু করেই তার পারফরমেন্সে অল্প কিছুদিনেই জাতীয় দলে স্থান, তার কিছুদিন পরেই মাত্র ১৬ বছর বয়সেই জাতীয় দলের অধিনায়ক হন তিনি।
২০১৯ সালে বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ান, একই বছরে ইটালিতে অনুস্ঠিত বিশ্ব আর্চারী প্রতিযোগিতায় ৮ তম অর্জন করেন ইয়ামাউচি।