বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত আয়োজিত কুয়েত প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রবাসী সংবাদকর্মীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার কুয়েত সিটি হলিডে ইন হোটেল হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকনের সভাপতিত্বে সংগঠনের সহ সভাপতি রবিউল ইসলাম খানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোরশেদ আলম বাদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার সাবেক সদস্য সচিব শওকত আলী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জাতীয় পার্টি কুয়েতের সভাপতি হাজী মাহমুদ আলী, কুয়েত ফ্যামিলি ফোরামের সভাপতি ও কমিউনিটি নেতা আব্দুল হাই ভূঁইয়া এবং রাজনীতিবিদ কবি-সাহিত্যিক এম এ মালিক, বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ। প্রবীণ সাংবাদিক ও সংগঠন সেলিম আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএমএফ(ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক প্রবাসী সংগঠন “কানেক্ট বাংলাদেশের কেন্দ্রিয় সমন্বয়ক নজরুল ইসলাম জহির, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত সভাপতি মো. ফুয়াদ আহমেদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, দৈনিক বিক্রমপুর ডটকমের সম্পাদক ও প্রকাশক আহমেদ আকাশ, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও কমিটির নেতৃবৃন্দ। সবশেষে আমন্ত্রিত অতিথীদের নৈশভোজ আপ্পায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।