টানা বর্ষণে বন্যায় মালয়েশিয়ায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে শুক্রবার সকাল থেকে। বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে সেলাঙ্গর, কেলান্তান, তেরেঙ্গানু, কুয়ালালামপুর, নেগেরি সেম্বিলান এবং মেলাকা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলি হল উপদ্বীপ মালয়েশিয়ার পশ্চিম উপকূল অঞ্চলের সেলাঙ্গর। শনিবার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব বলেন, বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে এবং তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য দেশব্যাপী পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার বিভাগের ৬৬,০০০ জনেরও বেশি কর্মীকে একত্রিত করা হয়েছে। অক্টোবর থেকে মার্চের মধ্যে বার্ষিক বর্ষা মৌসুমে মালয়েশিয়ায় বন্যা সাধারণ, বিশেষ করে দেশের পূর্ব উপকূলে। তবে শুক্রবার সকালে শুরু হওয়া এবং শনিবার পর্যন্ত অব্যাহত থাকা বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলীয় রাজ্য সেলাঙ্গর – মালয়েশিয়ার সবচেয়ে ধনী এবং রাজধানী কুয়ালালামপুরকে ঘিরে সবচেয়ে জনবহুল অঞ্চলে সবচেয়ে বেশি আঘাত হানে।।