মালয়েশিয়া বসবাসরত এক অসহায় ও হতদরিদ্র মোঃ মিজানুর রহমান (পাসপোর্ট : EH0474197 ) নামের এক বাংলাদেশি শ্রমিক অভিযোগ করেন যে, শ্রমিক ও এজেন্ট ব্যবসায়ী পরিচয় দানকারী মোঃ রিপন (তার পাসপোর্ট নং BC0018272) নামের এক ভন্ড প্রতারক ও জালিয়াত , বিভিন্ন লোকের কাছে থেকে ভিসা করিয়ে দেওয়ার কথা বলে , প্রায় মালয়েশিয়ার ৯০,০০০ রিংগিত হাতিয়ে নিয়ে, গাডাকা দিয়েছে এবং তার ব্যবহৃত মোবাইল নাম্বার টা (+60172294978) বন্ধ দেখাচ্ছে। এখন , সে মালয়েশিয়া আছে , নাকি দেশে চলে গেছে , তার হদিস পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র এই ভণ্ড প্রতারক ও জালিয়াতের এর জন্য প্রায় ৪০ জন লোকের ভিসা হচ্ছে না। সবাই হতদরিদ্র ও সহায় সম্বলহীন । তারা ভয়ে থানায় অভিযোগ করতে পারছে না । কারণ , ভিসার কাগজপত্র ও পাসপোর্ট ঐ ভন্ড প্রতারক রিপনের কাছে । তাই , দয়া করে , এই প্রতারক ও ভন্ড জালিয়াতের সন্ধান দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি ।
রিপনের পিতার নাম মৃত : আব্দুল এবং বাংলাদেশের বাড়ি , ভোলরদারি গ্রাম , নাগদা ইউনিয়ন , আলমডাঙ্গা থানা , চুয়াডাঙ্গা জেলায় ।
সন্ধান প্রার্থী,
মোঃ মিজানুর রহমান।
মোবাইল: +60109241892,
তারিখ: ১৩/০৫/২০২২