কানেক্ট বাংলাদেশ এর নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় পরিকল্পনা পরিষদের এক অনলাইন (ফেইসবুক কনফারেন্স রুম এর মাধ্যমে) যৌথসভা ১৪ সেপ্টেম্বর বিকালে ৪ টায় ( ইউরোপ সময়) অনুষ্ঠিত হয়। সভাটি খুব সুন্দর ও প্রাণবন্ত ভাবে দীর্ঘ ১ঘন্টা ৩০মিনিট স্থায়ী হয়।
উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন : কায়সার আহমদ, মোহাম্মদ ইদ্রিস, মানিক সরকার, রাজু আহমেদ খান ও শাহ মোহাম্মদ আনোয়ার হোসাইন।
পরিকল্পনা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন : রহমত সাদি, কুদরত উল্লাহ, তোফায়েল আহমেদ মুক্তা, নজরুল ইসলাম জহির, আলম শাহ, আফসার হোসেন নীলু ও মনসুর চৌধুরী।
নানাহ যুক্তিসঙ্গত কারণে অনুপুস্থিত থাকার জন্য দুঃখ প্রকাশ করেন পরিকল্পনা পরিষদের সদস্য সর্বজনাব এ বি এম সালেহ উদ্দিন, কামরুরজামান ও আখি সীমা কাউসার। পরিকল্পনা পরিষদের সদস্য জনাব শিবলী সাদিকও যোগাযোগ করেছিলেন।
সভায় বাংলাদেশে বর্তমানে অবস্থানরত ও বসবাসরত প্রায় ২০ লক্ষ বিদেশ ফেরত প্রবাসীর জীবন সংগ্রাম ও প্রতি বৎসর প্রায় ৫০ লক্ষ প্রবাসীর স্বদেশ ভ্রমণের খুর সুন্দর চিত্র ফুটে উঠে।
দেশে বসবাসরত প্রায় ২০ লক্ষ বিদেশ ফেরত প্রবাসী দেশের উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখছে। এই সকল বিদেশ ফেরত প্রবাসী তাদের সততা, দক্ষতা, পোড়খাওয়া কর্ম অভিজ্ঞতা, স্বদেশ প্রেম, মানুষের প্রতি মমতা সর্বমহলে আজ প্রসংশিত। আজ প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে এরা অংশগ্রহণ করছে। অন্য দিকে নানাহ নতুন নতুন উন্নয়ন প্রকল্প তারা বাস্তবায়ন করে যাচ্ছে। কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে তারা বৈপ্লবিক ভূমিকা রেখে যাচ্ছে।
প্রতি বৎসর প্রায় ৫০ লক্ষ প্রবাসীর স্বদেশ ভ্রমণ ও এ আগমন উপলক্ষে তাদের বিশাল অংকের টাকা বাংলাদেশে ব্যয়, দেশের অর্থনীতিতে বড় ধরণের গতি আনছে। এছাড়া আজ প্রবাসীরা দেশ ও বিদেশের বাণিজ্যে বড় সেতু বন্ধন হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও প্রতি বৎসর প্রায় ২৩ বিলিয়ন রেমিটেন্স প্রবাহ আজ বাংলাদেশ উন্নয়ন বাজেটের প্রায় পুরাটাই যোগান দিয়ে যাচ্ছে।
উপদেষ্টা রাজু আহমেদ খান কানেক্ট বাংলাদেশ সমর্থক ফোরাম গড়ে তোলার প্রস্তাব করেন। এছাড়া আরো অনেকে নানাহ পরামর্শ তুলে ধরেন।
সর্বোপরি এই প্রথম অনুষ্ঠিত “পরিচিতি পর্ব ও কুশল বিনিময়” সভায় “বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা” প্রশ্নে সকলের নানাহ প্রাসঙ্গিক আলোচনা আগামীদিনে এই সংগঠনের এগিয়ে যেতে সাহস যোগাবে।
আগামী দুমাস পর আবারও এমনি একটি যৌথসভা অনুষ্ঠানের পরামর্শ দেয়া হয়। তবে সকল উপদেষ্টাকে তাদের যে কোন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ এই ফোরামে তুলে ধরার অনুরোধ করা হয় ।