বাংলাদেশের স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলোমনাই এসোসিয়েশন অষ্ট্রেলিয়ার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় সিডনীর ইঙ্গেলবার্নস্থ দাওয়াত রেষ্টুরেন্টে। ৩০ শে মে রবিবার এ বাষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারন সভায় প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ক্যানবেরা সহ সিডনীর বিভিন্ন প্রান্ত থেকে যোগদান করেন। ফলে মিলন মেলায় পরিনত হয়। প্রাক্তনদের মিলনে একসময় বিশ্ববিদ্যালয়ের সোনালী স্মৃতিতে হারিয়ে যায়। বার্ষিক সাধারন সভায় বিদায়ী কমিটির সভাপতি জনাব আজমল হুসেন ও সাধারন সম্পাদক কৃষিবিদ জনাব জাকির হোসেন বক্তব্য রাখেন। সাধারন সম্পাদক বিগত বৎসরের বার্ষিক রির্পোট পেশ করেন। সাধারন সম্পাদক সংগঠনকে একটি শক্তিশালী সাংগঠনিক রূপ দেয়ার জন্য এলোমনাই সদস্যদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরন করেন।
বিশেষ করে ড. মলয় কুমার বিশ্বাস, ড. এখলাস উদ্দিন বাবু, ড. সেলিনা আহমেদ পাপড়ি, নুরুন্নাহার সুস্মিতা, ড. আসাদুজ্জামান, আবদুল জলিলসহ অনেকে। আগামী দিনে বাউ এলোমনাই অস্ট্রেলিয়ার আরও কর্ম তৎপরতার প্রত্যাশা করেন। কোষাক্ষ্য ড. সেলিনা আহমেদ সংগঠনের বার্ষিক আর্থিক রির্পোট পেশ করেন। পরে সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানমালার উপর ভিত্তি করে চিত্র প্রদর্শনী করা হয়।
বিগত কমিটি বিলুপ্ত ঘোনষনা করে নুতন কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয় কৃষিবিদ জনাব আবদুল জলিলকে। ড. আনোয়ারুল বকশীকে সভাপতি এবং কৃষিবিদ ওয়ারেস বাবুলকে সাধারন সম্পাদক এবং ভয়েস অব বাংলাদেশ রেডিও এর পরিচালক কৃষিবিদ ড. নার্গিস বানুকে কোষাক্ষ্য করে ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী ড. আনিছুল আফছার, আবুল সরকার,
জাহিরুল ইসলাম, ড. পরমেশ, নির্মল পাল, নজরুল ইসলাম, ড. নিলুফার সুলতানা, নুরুন্নাহার সুস্মিতা সহ অনেকে।
নতুন কমিটি আগামীতে সংগঠনের সদস্যদের জন্য নতুন নতুন পরিকল্পনা নিবে সে প্রত্যাশা সকলের। দুপুরে প্রাক্তন ছাত্র-ছাত্রদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়।
(ছবি কৃতজ্ঞতা-জাকির হোসেন ও ড. নার্গিস বানু)