বরিশাল জেলার উজিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসেম বালী পৌরসভাধীন তার নিজ বাড়িতে গতকাল রাতে ইন্তেকাল করেন, (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন), আজ ১১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে দশটায় পৌরসভার বালী বাড়ি মসজিদে মরহুমের জানাজার নামাজের পূর্বে জাতির সূর্য সন্তানকে সর্বচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অফ অনার’ প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) জয়দেব চক্রবর্তী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ।
এসময়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সঞ্চালনায় সঙ্গীয় ফোর্স সহ ‘গার্ড অফ অনার’ অনুষ্ঠান পরিচালনা করেন উজিরপুর মডেল থানার এস আই মোঃ রবিউল।
এসময়ে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন হিমু, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. মোঃ শহিদুল ইসলাম মৃধা, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জালিছ মাহমুদ শাওন সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্কুল ও কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক মন্ডলী, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ, দলমত নির্বিশেষে স্থানীয়জন।
উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেদী হাসান বালীর শ্রদ্ধের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ হাসেম বালী। সেসময়ে সকলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।