বরিশাল জেলা প্রতিনিধিঃ-
প্রগতি লেখক সংঘ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত এবং দুই বছর মেয়াদের কমিটি গঠিত হয়েছে।
০৫ জুলাই,২০২৪ শুক্রবার বিকেলে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, বরিশাল জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন সদর রোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কবি অপূর্ব গৌতম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন কবি,লেখক,সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা অরূপ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক (ভারপ্রাপ্ত) কবি ডক্টর তপন বাগচী,অতিরিক্ত জেলা প্রশাসক কবি মনদিপ ঘরাই,বরিশাল জেলা সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী। আরও বক্তৃতা করেন ছড়াকার তপংকর চক্রবর্তী, কবি পার্থ সারথি, কবি হাসিনা বেগম, অধ্যাপক টুনু রানী কর্মকার, ছড়াকার সুভাষ দাস নিতাই, কবি আব্দুর রহমান, অধ্যাপক পিযুষ বন্দ্যোপাধ্যায়, কবি জামাল আজাদ প্রমুখ।
কবি হাসিনা বেগমকে সভাপতি এবং কবি শোভন কর্মকার কৃষ্ণকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা কমিটি গঠন করা হয়।