বরিশাল জেলা প্রতিনিধি:-
“কৃষ্ণচূড়া সাহিত্যিক বলয়” এর ২০ বছর পূর্তিতে সাহিত্য সম্মেলন, কৃষ্ণচূড়া সাহিত্য সম্মাননা-২০২৪,সেরা গ্রন্থ সম্মাননা ও শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (৭ জুন) অত্যন্ত সাজানো-গোছানো ভাবে “কৃষ্ণচূড়া সাহিত্যিক বলয়ের ২০ বছর পূর্তিতে সাহিত্য উৎসব ও সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান- ২০২৪ ইং অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মাসুম আহমেদ রানার সভাপতিত্বে এবং কবি ও সংগঠক মোঃ নূরুল আলম বখতিয়ারের সঞ্চালনায় বরিশালের প্রাণকেন্দ্র টাউন হলের বিপরীতে আর্যলক্ষ্মী ভবনের তৃতীয় তলায় কীর্তনখোলা মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ,ভারত থেকে শতাধিক কবি ছড়াকার প্রাবন্ধিক নাট্যকার গীতিকার কণ্ঠশিল্পীবৃন্দ অংশগ্রহন করেন। বাংলাদেশের বিভিন্ন জেলা ও ভারত থেকে আগত কবি সাহিত্যিক ও সংগীত শিল্পীদের উপস্থিতিতে মুখরিত ছিলো,ছিলো সাহিত্য উৎসবের আমেজ। শিল্পে সাহিত্যে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের দুই পর্বে কবি মোঃ নূরুল আলম বখতিয়ারের দুটি কাব্যগ্রন্থ ” রক্ত দিয়ে লেখা” এবং “ফিরে আসে বসন্ত” মোড়ক উন্মোচন করা হয়।