বরিশাল জেলা প্রতিনিধি:-
উজিরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে।
১২ জুন বুধবার সকাল ১০.০০ টা থেকে বেলা ১২.০০ টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় পরমানন্দ সাহা এলাকায় ১ টি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ বিহীন খাদ্য পণ্য বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ২০০০/- টাকা এবং গড়িয়া নতুন হাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও অননুমোদিতভাবে খাবারে রং মিশ্রনের অপরাধে আস্থা বেকারীর মালিককে ১০০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নূরুল আলম বখতিয়ার।
উজিরপুর মডেল থানার উপপরিদর্শক ও চৌকশ পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।