শেরপুরের নকলা উপজেলায় প্রতিপক্ষের হামলায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ সুরুজ মিয়া (৬৫) নিহত হয়েছে।
নিহত বৃদ্ধ সুরুজ মিয়া নকলা উপজেলার নারায়খোলা পশ্চিম পাড়া গ্রামের মৃত মন্নাছ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ ৭ সেপ্টেম্বর বুধবার ভোর রাতে খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনায় প্রতিবেশী সালেহ মিয়া (৫৫) ও তার পিতা আরজু মিয়া( ৩০) পিটিয়ে আহত করলে প্রতিবেশীদের সহয়তায় প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ১০ টা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। নিহত সুরুজ মিয়া র লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইট বালু ব্যবসায়ী রফিকুল ইসলাম।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান জানান, সুরুজ মিয়া র মৃত্যু ঘটনার জন্য তদন্তের স্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মামলা দায়ের র প্রস্তুতি চলছে।