শফিউল আলম শফিক, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে বৃহস্পতিবার ৪ জুন উপজেলা মিটিং রোম সোমেশ্বরীতে কৃষি-ই সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি অফিসের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২৩/২৪ প্রণোদনা কর্মসুচীর আওতায় অনুষ্ঠানের মাধ্যমে ২৪/২৫ খরিপ মৌসুমের রোপা আমন ধানের উচ্চ ফলনশীল উপশী জাতের বীজ ও সার বিতরন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল। অনুষ্ঠান উপস্থাপনা করেন শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা,কৃষিবিদ হুমায়ুন দিলদার।ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন মো: কামরুজ্জামান,শ্রীবরদী উপজেলা সমাজসেবা অফিসার ও মোঃ মনিরুজ্জামান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকির হোসেন,কৃষি উপসহকারী শওকত আকবর,জিল্লুর রহমান,রওশনারা বেগম।সাংবাদিক শফিউল আলম শফিক সহ আরও অনেক।