শেরপুরের ঝিনাইগাতীতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের খান মার্কেটে এ ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।
ব্র্যাক ব্যাংক ঝিনাইগাতী বাজার ব্যাংকিং আউটলেটের এজেন্ট মেহেদী হাসান হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার মোঃ মিল্লাত হোসাইন, ব্র্যাক ব্যাংকের সিনিয়র বিডিএম বাবুল হোসেন, জামালপুর রিজিয়ন এজেন্ট ব্যাংকিং এর টিম লিডার জালাল উদ্দিন আহম্মেদ, সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ঝিনাইগাতী বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোখলেছুর রহমান খান মক্কু, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ ফারুকসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর।