আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু এ স্লোগানে বাঙালির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) সকাল ১০ টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত শুভাযাত্রাটি থানার মোড় এলাকা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একি স্থানে এসে সকলেই সমবেত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ঝিনাইগাতী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আনারুল্লাহ আনোয়ার, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম,ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, হাতিবান্দা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডাঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উমর আলী, শ্রী বিশ্বজিৎ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মজিবর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনসহ থানা পুলিশ সদস্যগণ ও দলীয় অন্যান্য নেতৃবৃন্দ র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালী শেষে মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে।