শেরপুরের ঝিনাইগাতী পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুন) সকাল ৬টায় পৃথক স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ঝিনাইগাতী সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) এবং ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন জানান, শুক্রবার (১৭ জুন) বিকাল ৫টায় বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী বন্যার পানিতে ভেসে যান। পরে আজ সকাল ৬টার দিকে ওই এলাকার শেষ প্রান্তে পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টায় বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম ভেসে যাওয়া হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে যান। শনিবার সকালে বাগেরভিটা এলাকার বিল থেকে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।
এর আগে শুক্রবার খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে বিকাল থেকেই অভিযান চালান ফায়ার সার্ভিসের কর্মী ও পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তবে রাত ৮টা পর্যন্ত তাদের না পাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানা অপমৃত্যু মামলা হয়েছে।।