শেরপুরের নকলায় ইউনিসেফ-এর সহযোগিতায় দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা হারেজ উদ্দিনের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর শেরপুর জেলা ইনফরমেশন সার্ভিস প্রভাইডার (আইএসপি) আবু সাঈদ ইমন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা ও উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী, উপদেষ্টা ও জামিয়া আরাবিয়া মাস্তুরা ক্বাওমী মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী আব্দুল জলিল, মোহাম্মদীয়া ক্বাওমী মাদ্রাসার মুহতামিম ও নকলা পৌর মসজিদের ইমাম হাফেজ ছায়েদুল ইসলাম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর।
এ অবহিত করণ সভায় দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র মূল কার্যক্রম (প্রবন্ধ) উপস্থাপন করেন দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ডিভিশনাল ফাইন্যান্স অফিসার রেজাউল করিম ও প্রজেক্টের লক্ষ্য-উদ্দেশ্য সমূহ উপস্থাপন করেন জেলা সমন্বয়ক জাহিদুল খান সৌরভ।
এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বনিক, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সাবেক আহবায়ক ও নকলা শ্রী শ্রী কালী মাতা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত বণিক, দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর উপজেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল-আমিনসহ জেলা-উপজেলার স্বেচ্ছাসেবকগন, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম, ক্বাওমী মাদ্রাসার শিক্ষক, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ অন্যান্য ধর্মের নেতা ও ধর্মযাজকগন উপস্থিত ছিলেন।