শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে খলিলুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। খলিলুর রহমান উপজেলা ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
৩১ মে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধা ৬ টার দিকে খলিলুর রহমান বাড়ির সামনে খেলাধুলা করছিল। হঠাৎ করে সন্ধ্যার দিকে তাকে আর খুঁজে পাওয় যাচ্ছিল না।
অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরের পানিতে খলিলুর রহমানের মৃতদেহ ভেসে উঠে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।