শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইগাতী শেখ রাসেল স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করা হয়। ৬ মে, বিকাল ৫ টায়, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব – মোঃ ফারুক আল মাসুদের সভাপতিত্বে খেলার কার্যক্রম শুরু করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মানিক দত্ত / শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শাহ আলম,সাধারণ সম্পাদক ঝিনাইগাতী ক্রীড়া সংস্থা। জনাব শাহাদাৎ হোসেন ( মিলন শেখ)
উক্ত খেলায় অংশ গ্রহন করেন, শেরপুর জেলা সদর উপজেলার জাতীয় ফুটবল ও ঝিনাইগাতী উপজেলার জাতীয় ফুটবল লীগের খেলোয়াড়গন।
দর্শকের মনে ও যেন অধির আগ্রহ- কারণ তারা বলেন, শেরপুরের ফুটবলার নাকি বাঘ- আর ঝিনাইগাতীর খেলোয়াড় হচ্ছে মাঠের সিংহ। কেউ কারোর থেকে কম নয়। তাই খেলাটি দেখার জন্য ছুটে আসে হাজারো দর্শক।
একদিকে ঈদের আনন্দ আর দিকে ফুটবল খেলা, দর্শকদের মনে যেন আজকের আনন্দের অনুভূতিটাই আলাদা। সব থেকে বেশি আনন্দের বিষয় হচ্ছে, খেলা হচ্ছে সমান তালে,কেউ – কাউকে অর্থাৎ কোনো দল- কোনো দলকে হারাতে পারছেন না।থেকে থেকেই দর্শকের হৈ হুল্লোড়ে মেতে উঠছে খেলার মাঠ।