শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নামা (৪৫) এক রোগীর সন্ধ্যান পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে স্থানীয় এক পথচারী ওই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান। গত এক সপ্তাহেও তার কোন আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ মাজেদৃর রহমান বলেন ওই রোগীকে মানসিক হাসপাতালে ভর্তি ও সেখানে তাকে চিকিৎসা করাতে হবে। কিন্তু রোগীর কোন আত্মীয়-স্বজন না থাকায় ভর্তি করা সম্ভব হচ্ছে না। রোগীর কোন আত্মীয়-স্বজন থাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ডাঃ মাজেদুর রহমান