শেরপুরে ১০০বোতল বিদেশী মদ সহ ফারুক আহাম্মদ (৩০) নামের ১ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, জামালপুর। ৯এপ্রিল শনিবার দিবাগত
রাত ১১ ঘটিকার সময় শেরপুর সদর উপজেলার বাজিতখিলা থেকে মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ডাকাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
র্যাব-১৪ এর প্রেস ব্রিফিং এ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কােম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন বাজিতখিলা গ্রামস্থ জৈনক সুমন ষ্টােরের মুদির দােকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিদেশী ১০০ বোতল মদসহ
ফারুক আহম্মদকে গ্রেপ্তার করে র্যাব। যাহার বর্তমান বাজার মুল্য ৫০হাজার টাকা।
গ্রফতারকৃত ফারুক র্যাবের
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে শেরপুর সদর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।
র্যাব-১৪,জামালপুর ক্যাম্পের কােম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, মাদকের মতাে সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।