শেরপুরের ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিক তারিফুল আলম তমালের পিতা ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল আমিন দোলার প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারী শনিবার বিকালে ঘাগড়া কুনাপাড়া গ্রামের নিজবাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলসহ কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। নুরুল আমিন দোলা ছিলেন আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য। তিনি ছাত্র জীবন পার করে জীবিকার তাগিদে বনবিভাগের ফরেষ্ট বিট কর্মকর্তা হিসেবে যোগদান করেন। চাকুরী শেষে অবসর গ্রহন করে ২০১৭ সালে নৌকা প্রতিক নিয়ে হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চার বছর চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করে ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি নুরুল আমিন দোলা ইন্তেকাল করেন। ২৬ ফেব্রুয়ারি ছিল তার প্রথম মৃত্যুবার্ষিকী। এ অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিও প্রেসক্লাব, ঝিনাইগাতীর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।