শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ পালিত হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলার স্থানীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। এ সময় নেপথ্যে বেজেছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…থ।
রাত ১২টা ১ মিনিটেই ভাষা শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানান নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন, উপজেলা পরিষদ (পক্ষে) উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, এরপর পুলিশ সার্কেল আফরোজা নাজনীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ , পৌরসভা মেয়র আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন, প্রেসক্লাব,নালিতাবাড়ী, শেরপুর সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
দিবসকে কেন্দ্র করে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা ফরিদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বছির আহমেদ বাদল, উপজেলা কৃষি অফিসার আলমগীর কবির, সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস, উপজেলা স্থাস্থ্য কর্মকর্তা তৌফিক আহমেদ প্রমূখ। উল্লেখ্য দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিজস্ব ব্যানারে নানা কর্মসূচি পালন বাস্তবায়ন করছে।
প্রেরক: মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, নালিতাবাড়ী শেরপুর: মোবাইল-০১৯২০৯৬৭৪৯৭
তারিখ