দুধ বিক্রি করতে এসে লাশ হয়ে ফিরল দুগ্ধ খামারী সইন্যা মিয়া (৫০) ! আজ সকাল সাড়ে ১১টায় শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহাই চরে নামক স্থানে মাহিন্দ্র ট্রাক্টরে সাথে সইন্যা মিয়ার দুর্ঘটনায় ঘটে।
এরপর স্থানীয় এলাকাবাসী সহায়তায় তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজমুস সাকিব তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সইন্যা মিয়া চন্দ্রকোনা ইউনিয়নের হাতিমারা গ্রামের হোসেন আলী পুত্র। দুগ্ধ খামারের পাশাপাশি সে ঘোড়ার গাড়ি তে মালামাল বহন করে সংসার চালাতেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর জানান, দুর্ঘটনায় নিহত সইন্যা মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন করা হচ্ছে এবং মাহিন্দ্র ট্রাক্টরের চালক কে গ্রেফতার করা হয়েছে।