পরিচ্ছন্নতা অভিযান এবং করোনা প্রতিরোধে স্বাস্থ্যসচেতনতা ক্যাম্পেইনথ এই স্লোগানকে সামনে রেখে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় প্লাষ্টিক ও বর্জ্য অপসারণ কার্যক্রম পালন করেছে দৈনিক যুগান্তর টঙ্গীর স্বজন সমাবেশ। এছাড়াও বর্তমান সময়ে করোনার প্রার্দুভাব বৃদ্ধি রোধে জনগণকে সচেতন করতে মাস্ক বিতরণ করে দ্বীপে ঘুরতে আসা ভ্রমণকারি স্বজনরা। ২৫ জানুয়ারি পর্যন্ত গত ৫ দিনের সফরে দ্বীপের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে প্লাষ্টিক ও বর্জ্য অপসারণ করে স্বজন সদস্যরা। ছেড়া দ্বীপের বিভিন্ন অংশে জমে থাকা প্লাষ্টিক বর্জ্যও সংগ্রহ করে তারা। এতে অংশ নেন দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গীর সভাপতি সাংবাদিক অলিদুর রহমান অলি, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রোকেয়া কেয়া, বিএইচ ট্যুর গ্রুপের এডিমন ফাতেমা-তুজ-জোহরা বুশরা, এ্যাক্সিকিউটিভ এডমিন তানজিমুল হাসান মায়াথজ, সমাজসেবক ছবির হোসেন, আরামবাগ রোটারি ক্লাবের চার্টার প্রেসিডেন্ট আলাউদ্দিন গোলন্দাজ, বর্তমান প্রেসিডেন্ট দিলারা আফরোজ, সাংবাদিক ইউসুফ আলী প্রধান, স্বজন সাব্বির আহমেদ শুভ, তাসলিমা মিতু, মেহনাজ আফ্রিন স্বর্ণা, আয়শা সিদ্দিকা শিফা, আবিদা গোলন্দাজ, রাইয়ান মাশরুর রাঈদ প্রমুখ।
এসময় দ্বীপের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নাইলন, প্লাস্টিকজাত চিপস, আচারের প্যাকেট, পলিথিন, ক্যান, চায়ের কাপ, বোতল, পানির বোতল, পানির গ্লাস, প্লেট, ডাবের পানি খাওয়ার স্ট্র, খাবার প্যাকেট, ভাঙা চশমা বা কাঠি, মাছ ধরার জালের টুকরো, নাইলন দড়ির টুকরোসহ বিভিন্ন অপচনশীল বর্জ্য দূষিত করছে দ্বীপটিকে। প্রায় ৮বর্গ কিলোমিটার দৈঘের্যর এই দ্বীপটিতে ১৮৯০ সালে ১৩টি পরিবার বসতি স্থাপন করে। পরবর্তীতে পর্যটকদের যাতায়াত বাড়তে থাকলে জীব বৈচিত্রে মারাত্মক প্রভাব পড়তে শুরু করে। যার ফলে এই দ্বীপে বসবাসকারী ৬৮ প্রজাতির প্রবাল, ১৫১ প্রজাতির শৈবাল, ১৯১ প্রজাতির মোলাস্ক বা কড়ি জাতীয় প্রাণী, ৪০ প্রজাতির কাঁকড়া, ২৩৪ প্রজাতির সামুদ্রিক মাছ, ৫ প্রজাতির ডলফিন, ৪ প্রজাতির উভচর প্রাণী, ২৮ প্রজাতির সরীসৃপ প্রাণী, ১৭৫ প্রজাতির উদ্ভিদ, ২ প্রজাতির বাদুরসহ নানা প্রজাতির প্রাণীর প্রজনন বৃদ্ধি ও রক্ষায় দ্বীপের পরিবেশ অত্যন্ত ঝুঁকির মুখে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে স্বজন-এর সদস্যরা পরিবেশ রক্ষায় আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করে। এছাড়াও নতুন বছরে কোভিড-১৯ এর ওমিক্রণ ভ্যারিয়েন্ট দ্রুত সংক্রামক হওয়ায় ভ্রমণকারীদের সচেতন করতে মাস্ক বিতরণ করে স্বজনরা।
##