গ্রামের বাড়িতে ডেইরি ফার্ম । প্রায় ২৫ বছর যাবৎ চলছে। ছোট ভাই পরিচালনার দায়িত্বে। সার্বক্ষণিক কাজের লোক রয়েছেন দুইজন। আলহামদুলিল্লাহ ভালো চলছে।
যাঁরা শিক্ষিত হয়ে ভালো চাকরির আশায় ঘুরছেন, কিন্তু পছন্দমতো পাচ্ছেন না এবং বিদেশে গিয়েও সুবিধা করতে পারছেন না। তাঁরা নিশ্চিন্তে শুরু করতে পারেন। বদলে যেতে পারে ভাগ্যের চাকা । আপনার বেকারত্বের অভিশাপ দূর করতে পারে ডেইরি ফার্মে।
এখনও দেশে খাঁটি দুধ ও দগ্ধজাত খাবারের চাহিদা বাড়ছে এবং বাড়তেই থাকবে।
ছোট খাটো সমস্যা দেখা দিলে সরকারের স্থানীয় প্রাণী হসপিটালের চিকিৎসকের সাথে যোগাযোগ করা হলে সময়মতো ভালো চিকিৎসা দেয়া হয়ে থাকে।
#
লেখক: সামসুল আলম শিবলী, সম্পাদক ও প্রকাশক, শুভ সকাল।