শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হককে এবং ২নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার লাল চাঁন মিয়াকে সংবর্ধনা দিয়েছে চেঙ্গুরীয়া উদ্দীপ্ত তরুণ সংঘ। ১২ জানুয়ারী (বুধবার) রাতে এ উপলক্ষে চেঙ্গুরীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক তুষার আল নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারকে ফুলের তোড়া এবং মালা দিয়ে বরণ করে নেয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তুষার আল নূর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ নমশের আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান, উপজেলা যুবলীগ নেতা মোঃ আব্দুল জলিল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাধু মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ হেলাল মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব প্রমুখ। নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক ও মেম্বার লালচাঁন মিয়া সংগঠনের সকলকে এবং এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য প্রদান করেন। সবশেষে এসএসসিতে জিপিএ ফাইভ এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ চেঙ্গুরীয়া গ্রামের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।