শেরপুরের ঝিনাইগাতীতে বড় দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর শনিবার উপজেলার সীমান্তবর্তী ১৮ গির্জায় অনুষ্ঠিত হয় বড় দিনের অনুষ্ঠান। খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎস বড় দিন। এ উপলক্ষে ধর্মপল্লীগুলো সাজানো হয় মনোরম সাজে। উপজেলার বারুয়ামারীর সাধু জর্জের ধর্মপল্লী, মরিয়মনগরে সকাল ৯ টায় প্রার্থণা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন, ফাদার বিপুল ডেবিড দাস(সিএসসি) পালপোরহীত। বড়ো দিন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮ টি গীর্জায় ৯ মেট্রিকটন চাল বিতরন করা হয়।
থানা পুলিশের পক্ষ থেকে নেয়া করা নিরাপত্তার ব্যবস্থা। এছাড়া অনুষ্ঠান চলাকালীন সময়ে নিরাপত্তা জোরদার করতে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, সহকারি কমিশনার(ভূমি) জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান তীর্থস্থান গুলো পরিদর্শন করেছেন।