শেরপুরের সীমান্তের গারো পাহাড়ে আরো একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। ১৯ নভেম্বর শুক্রবার ভোরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তের মায়াঘাষি থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়। বনবিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার উদ্ধার হওয়া বন্যহাতিটি মাদি, বয়স আনুমানিক ২ বছর এবং কেবল দাঁত উঠতে শুরু করেছে। এনিয়ে ১০ দিনের ব্যবধানে শেরপুরের গারো পাহাড় সীমান্তে ২টি হাতির মরদেহ উদ্ধারের ঘটনা ঘটলো। এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় বৈদ্যতকি তারে জড়িয়ে মারা যাওয়া আরেকটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়। । ওই ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শ্রীবরদী উপজেলার বালিজুরি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বন্য হাতিটি কি কারণে মারা গেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি। বনবিভাগের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষন কর্মকর্তা সুমন সরকার জানান, হাতির মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়না তদন্ত করে রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে। নালিতাবাড়ীা উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন হাতি মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চত করে বলেন, মৃত হাতির ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। ময়না তদন্তশেষে বলা যাবে কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে।