গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নকলা উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে নকলা উত্তর বাজার সুমাইয়া প্লাজায় কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে নিরলস ভুমিকা পালন করে আসছে সেই ১৯৭২ সালের ১১ নভেম্বর থেকে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহিদ শেখ ফজলুল হক মনি হাতে গড়া এই যুবলীগের সংগঠন।
যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নকলা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে নকলা উপজেলা যুবলীগের কার্যালয়ে আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও ২ নং নকলা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ রশিদ সরকার,নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, নকলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রন্জু ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন সহ আওয়ামীলীগ যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি / সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। ২ য় পর্বে আতসবাজির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।