শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভাসানী, শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মাহবুবুর রহমান সুজা, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন খাঁন, যুগ্ন- সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়,
সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হারুন-উর- রশিদ, আব্দুল হালিম প্রমুখ।
এ বর্ধিত সভায় উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা- কর্মিরা অংশ গ্রহন করেন।