শেরপুরের নকলায় ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। আজ রোববার (২৪ অক্টোবর) বিকেলে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- গনপদ্দী ইউপিতে বর্তমান চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নকলা ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. আনিসুর রহমান সুজা, উরফা ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল হক হীরা, গৌরদ্বার ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. শওকত হোসেন খান মুকুল, বানের্শ্বদী ইউপিতে বর্তমান চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন মুখ জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম, পাঠাকাটা ইউপিতে বর্তমান চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন মুখ আলহাজ্ব মো. আব্দুস সালাম, টালকি ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. বদরুজ্জামান বদ্দি, চরঅস্টধর ইউপিতে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম রব্বানী ও চন্দ্রকোনা ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. সাজু সাঈদ সিদ্দিকীকে মনোনীত করা হয়েছে। আওয়ামী লীগের মনোনীত এই ৯ প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।