শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মরহুম আব্দুল খালেক মিনি স্টেডিয়াম মাঠে শুক্রবার মার্সেলের সৌজন্যে ফুটবল টুর্নামেন্ট ২০২১ আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নালিতাবাড়ী ক্রিড়া সংস্থার সভাপতি হেলেনা পারভীনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টটি টেলিকনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন নকলা নালিতাবাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী পৌরসভার মেয়র, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বছির আহমদ বাদল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ওয়াজ কুরুনী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক, প্রভাষক ফারুক আহমেদ বকুল সহ আরো অনেকেই। খেলাটি সঞ্চালনা করেন এ কে. এম. শামছুদ্দিন চঞ্চল।
যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে মার্সেলের সৌজন্যে ও নালিতাবাড়ী ক্রিড়া সংস্থার আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ছিল চরম উত্তেজনা। ম্যাচ ঘিরে বাড়তি আয়োজন ছিল চোখে পড়ার মত। দর্শক ছিল কানায় কানায় ঠাসা। অনেকদিন পর এরকম আয়োজন পেয়ে ভেজায় খুশি খেলোয়াড় থেকে ফুটবল প্রেমিরা।
উদ্বোধনী খেলায় রাজনগর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত রামচন্দ্রকুাড়া ইউনিয়ন ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধের ২০মিনিটেই মাঝ মাঠ থেকে দুর্দান্ত কিক করে একমাত্র গোলটি করেন তন্ময়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহ করার কথা রয়েছে। দীর্ঘদিন পর খেলায় ফিরে খেলোয়াড় ও দর্শকের মনে বইছে আনন্দের জোয়াড়। এরকমভাবে টুর্ণামেন্টের আয়োজন করার জন্য মার্সেল পরিবারকে সকলেই ধন্যবাদ জানান। পাশাপাশি এরকম টুর্ণামেন্ট বাড়ানোর জন্য উপজেলা ক্রিড়া সংস্থার প্রতি আহবান জানানো হয়।এ