শেরপুরের ঝিনাইগাতীতে ৩ পাখি শিকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসব শিকারিরা হলো উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আফছর আলীর ছেলে মোমিনুল ইসলাম,মুত আবু বকরের ছেলে সোরহাব উদ্দিন ও শ্রীবরদী উপজেলার শৈলারপাড় গ্রামের ইছাহাক আলী। ৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বানিয়াপাড়া ভ্রাম্যমান আদালত বসিযে ২০১২সালের বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের( ৩৮) ১ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে ৫ হাজার করে টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে শিকার করা পাখিগুলো ও অবমুক্ত করা হয়। জানা গেছে, ওই তিন জন শিকারী বুধবার সকালে বানিয়াপাড়া এলাকায় ফাঁদ পেতে কয়েকটি পাখি শিকার করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশসহ ঘটনাস্থলে এসে ওই তিন শিকারিকে আটক করে তাদের কাছ থেকে ওই জরিমানা আদায় করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন এ ধরনের অভিযান অব্যহত থাকবে।