একের পর এক অভিনব কর্মসূচি’র মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে শেরপুর নালিতাবাড়ির নন্নী পূর্বপাড়া’র সামাজিক সংগঠন- “একটি স্বপ্ন-সোপান”।
সেই ধারাবাহিকতায় তাদের এবারের কর্মসূচি ছিলো এই অঞ্চলের জন্যে নতুন এক কর্মসূচি। যার প্রচলন আগে এই গ্রামে ছিলো না।
এর আগে গত কুরবানীর ঈদে সংগঠন থেকে ঘোষণা করা হয়- গ্রামের মুসল্লিদের মধ্যে যারা সবচে বেশি ওয়াক্ত নামাজ মসজিদে জামায়াতের সাথে আদায় করবে তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্ধারণ করে সেরা মুসল্লি ঘোষনা করা হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে।
সংগঠনের পক্ষ থেকে এই প্রোগ্রামের দায়িত্ব দেয়া হয় সংগঠনের কো-অর্ডিনেটর জনাব মুহাম্মদ আলী’কে।
এরপর দীর্ঘ এক মাস নিরীক্ষণ শেষে আগস্ট মাসের সেরা মুসল্লিদের নাম ঘোষণা করেন মুহাম্মদ আলী। মুসল্লিদের মধ্যে যৌথভাবে প্রথম স্থান অধীকার করেন নন্নী পূর্বপাড়া গ্রামের আব্দুল হাই বাচ্চু’র জমজ দুই ছেলে রিফাত ও রাহাত; একই গ্রামের দ্বিতীয় স্থান অধীকার করে জনাব আবেদআলী’র ছেলে আনার আলী এবং তৃতীয় স্থান অধীকার করে জনাব জমসেদ তালুকদারের ছেলে দেলোয়ার হোসেন।
গত শুক্রবার বাদ জুম’আ মসজিদের সকল মুসল্লিদের সামনে ‘একটি স্বপ্ন-সোপান’ এর পক্ষ থেকে বিজয়ী মুসল্লিদের মাঝে পুরস্কার বিতরণ করেন এলাকার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের বিকাশ ও সমৃদ্ধি কল্পে অনুপ্রেরণা প্রদান করেন এবং মুসল্লিদের আরো বেশি বেশি আল্লাহর দিকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রোগ্রামটির পরিচালক মুহাম্মদ আলী এ সময় বলেন- ” এ ধরণের কার্যক্রম যেন স্বপ্ন-সোপান করতে পারে সেজন্য সকলের কাছে স্বপ্ন-সোপান এর জন্য দোয়া চাই আর এই কর্মসূচির সময় ছিলো এক মাস পর পর পুরষ্কার বিতরণ কিন্তু যেহেতু একাধারে চল্লিশ দিন নামাজের বিশেষ ফজিলত রয়েছে সেহেতু এবার থেকে চল্লিশ দিন পর পর পুরষ্কার বিতরণ করা হবে”
একটি স্বপ্ন-সোপান এর সভাপতি মাহমুদুল হাসান এর সাথে কথা বললে তিনি বলেন- “যেকোনো ভালো কাজে যোগদান ও অশোভন সামাজিক আচরণে নতুন কিছু পরিবর্তনের জন্যেই আমাদের এই পথচলা। একটি স্বপ্ন-সোপানের সেরা মুসল্লি পুরস্কার কর্মসূচী গ্রামের মুসল্লিদেরকে আল্লাহর পথে আসতে অনুপ্রেরিত করবে বলে আমরা মনে করি। পুরস্কারের আশায় গোমরাহি নয় বরং আল্লাহর পথে এগিয়ে আসতে এই কর্মসূচি অনুঘটক হিসেবে কাজ করবে, তেমন একটি চর্চা চালু করতেই আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি।”
উল্লেখ্য, এবার থেকে প্রতি ৪০ দিন পর পর এই পুরস্কার বিতরণ করা হবে।
পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন নন্নী পূর্বপাড়ার অভিভাবকতূল্য ব্যক্তিত্ব এডভোকেট আবুজার গাফফারী সাহেব। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক ইবনে আল ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক সাকিব, ক্রীড়া সম্পাদক ফাহিম সহ অন্যান্য সদস্যবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা, আলোকচিত্র ও ভিডিয়ো চিত্র ধারণের দায়িত্বে ছিলেন সংগঠনের প্রচার, প্রকাশনা ও আইটি সম্পাদক এস এম মনোয়ার হোসাইন।