শেরপুরে ৫ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে হাজারও মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শেরপুর সদর উপজেলার শেখহাটি মোড় থেকে পাকুড়িয়া হয়ে বাগবাড়ি বাজার পর্যন্ত এলজিইডির এ রাস্তাটি গত প্রায় এক যুগ পুর্বে নির্মান করা হয়। নির্মানের পরপরই অতিরিক্ত যানচলাচলের কারনে খানাখন্দকের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরে। এরপর রাস্তাটি আর সংস্কার করা হয়নি। রাস্তাটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দকের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। এ পথে প্রতিদিন শতশত মানুন ও ছোট বড়ো যানবাহন চলাচল করে থাকে। কিন্তু রাস্তাটি সংস্কারের অভাবে
যানবাহন চলাচলতো দুরের কথা হেটে চলাচলও কষ্ঠসাধ্য হয়ে পরে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন। এতে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ দিন ধরে এ রাস্তারটির
বেহাল দশা থাকলেও কর্তৃপক্ষ দেখেও তা না দেখার ভান করছেন বলে অভোযোগ করেছেন এলাকার সচেতন মহল। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী বলেন রাস্তাটি সংস্কারের বিষয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বিভিন্ন সময় আবেদন নিবেদন করা হয়েছে। আশ্বাসও পাওয়া গেছে। কিন্ত আজো তা বাস্তবায়িত হয়নি। তিনি ব্যক্তি উদ্যোগে রাস্তার কিছু অংশে বালু খুয়া দিয়ে চলাচলের উপযোগী করে দেয়া হয়েছে। শেরপুরের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন রাস্তাটি সংস্কারের বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলেই নির্মান করা হবে।