তালার উপজেলার তালা সদর ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড এর জেয়ালা নলতা জামে মসজিদে জুম্মার নামাজরত অবস্থায় মোমিন গাজী (৫৮)এক মুসাল্লি মৃত্যু বরণ করেছেন। (ইন্না নিল্লাহী……….রাজেউন)। সে জেয়ালা নলতা গ্রামের মৃত ইব্রাহিম গাজীর ছেলে।
মোমিন গাজীর ভাইপো শাহাবুদ্দিন বিশ্বাস জানান, আমার চাচা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। আজ জুম্মার নামাজের জন্য বেলা বারোটার দিকে খেজুর বুনিয়া বাজার জামে মসজিদে যায়। পরবর্তীতে আমরা জানতে পারি নামাজ পড়া অবস্থায় মসজিদে ভিতরে মৃত্যুবরণ করেছে।
মসজিদের মুসল্লি রমজান শেখ জানান, আমার পাশেই মমিন গাজী চাররাকত সুন্নাত নামাজ পড়তে ছিল। চার রাকার সুন্নত নামাজের দুই রাকাত শেষ করে তৃতীয় রাকাতে সিজদারত অবস্থায় থাকতে দেখি। আমরা সুন্নাত নামাজ শেষে তাকে ডাক দিলে পাশফিরে পড়ে যায়। পরবর্তীতে বুঝতে পারলাম সে মনে হয় মারা গেছে।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে সহ অসংক্ষ গুণ্যগ্রাহী রেখে তিনি মৃত্যুবরণ করেন । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।