জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় জমি দখলের উদ্দেশ্যে এক কৃষকের জমিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় কৃষকসহ কৃষকের স্ত্রী ও কন্যা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পোড়াভিটা গ্রামের নিরীহ কৃষক হাজী মোঃ নওশাদ আলী। তিনি ক্রয় ও পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে নিজ নামে খাজনা খারিজ করে সেখানে গাছপালা রোপন করে ভোগ দখলে আছেন। ৩রা আগস্ট ২০২১ মঙ্গলবার দুপুরে স্থানীয় রজব আলীর নেতৃত্বে মাসুদ, সিহাব সহ ১০/১৫ জন সন্ত্রাসীরা তাদের জমিতে বেআইনি ভাবে অনধিকার প্রবেশ করে ঘড় নির্মানের চেষ্টা চালায় । এতে বাধা দিলে রজব আলীর নেতৃত্বে সন্ত্রাসীরা নওশাদ আলী, তাঁর স্ত্রী ও কন্যাকে বেধড়ক মারপিট করে। এতে তারা গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় সন্ত্রাসীরা গাছপালা কেটে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ বিষয়ে হাজী মোঃ নওশাদ আলী বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন (জিডি নাম্বার ৪০৭) অভিযোগ এর প্রেক্ষিতে ৫ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানার এস আই জহির জমিতে ঘটনার তদন্তে আসেন পুলিশের সামনেই সন্ত্রাসীরা আনন্দ টিভির ক্যামেরা দেখে উত্তেজিত হয় এবং আনন্দ টিভির প্রতিবেদককে মেরে ফেলার হুমকি দেয়। এস আই জহির জমিতে তদন্ত করে যাবার পর এলাকাবাসী আপোষ মীমাংসা করে দেওয়ার জন্য চেষ্টা করে ৫ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় লোকজন আপোষ মীমাংসার জন্য বিকেলে নিজ বাড়ির আঙিনায় বসে এবং অঙ্গীকার নামা লেখা হয়।
প্রথম পক্ষ হাজী মোঃ নওশাদ আলী অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন ও দ্বিতীয় পক্ষের লোকজন স্বাক্ষর দিতে গড়িমসি শুরু করে একপর্যায়ে স্বাক্ষর না দিয়ে দ্বিতীয় পক্ষ স্থানীয় আপোষ মীমাংসা না মেনে চলে যায়। এলাকাবাসী জানায় , রজব আলীরা খারাপ প্রকৃতির লোক, তারা এলাকার মানুষকে নানা ধরনের অন্যায় অত্যাচার করে থাকে। তারা ভুমিদস্যু তাদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। ভুক্তভোগী মোঃ নওশাদ আলীর মেয়ে নাজনীন আক্তার জানায়,আমরা নিজেদের জমিতে কাজকর্ম করে খেটে খাই। রজব আলীর নেতৃত্বে মাসুদ, সিহাব সহ ১০/১৫ জন সন্ত্রাসীরা অন্যায়ভাবে আমাদের জমি দখলের চেষ্টা করেছে, আমাদের মারধর করেছে ,আমরা এর বিচার চাই । ভুক্তভোগী মোঃ নওশাদ আলী জানান, ১৯৭৬ সনের দলিল মূলে আমরা এ জমির ভোগ দখল করে আসতেছি এখানে এসে দেখি কিছু ভুমিদস্যু জমিতে বাড়িঘর করে দখল করার চেষ্টা করতেছে তাদেরকে বাধা দিলে আমাকে এলোপাতাড়িভাবে মারধর করে।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত কবির বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেছে এস আই জহির, আমি তাকে বলে দেবো আপনি যতটুকু পেয়েছেন যে ঘটনা ঘটেছে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবেন ।