শেরপুরের ঝিনাইগাতীতে মুজিবশতবর্শ ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও নবাগত ইউএনও ফারুক আল মাসুদকে সংবর্ধনা দেওয়া হয়েছে ।
আজ ২৩ আগষ্ট সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ব্র্যাক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ব্র্যাকের সমন্বয়কারি ফারহানা মিল্কি,স্থানীয় এলাকা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক বাবুল ইসলাম, শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক খাইরুল ইসলাম, সহকারি শাখা ব্যবস্থাপক শাহিনুর ইসলাম, অর্থ ও হিসাব বিভাগ গোলাম মোস্তফা এলাকা ব্যবস্থাপক রোকেয়া আক্তার প্রমুখ।এর আগে ব্র্যাকের পক্ষ থেকে ফুলে তোড়া দিয়ে ইউএনও ফারুক আল মাসুদকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।