শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগষ্ট রবিবার পৃথকপৃথকভাবে দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মিলাদ মাহফিল আলোচনা সভা, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কাঙ্গালীভোজ। সকালে উপজেলা প্রশান জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা করে । জাতীয় পতাকা উত্তোলনের শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক,শ্রী বিশ্বজিৎ রায়, ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওন প্রমুথ। বিকালে এক দোওয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারি ও দলীয় নেতা-কর্মিরা অংশ গ্রহন করেন। এ দিবসটি উপলক্ষে বনবিভাগের পক্ষ থেকে উপজেলা পরিষদ পুকুর পারে গাছের চারা রোপন করা হয। এদিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়,দলীয়ও কালোপতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ মিলাদ মাহফিল, শোকরেলী ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী বিদ্যুৎ, যুগ্ন সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আলহাজ মোঃ নজরুল ইসলাম, আব্দুল হালিম,আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মন্টু, প্রমূখ। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হারুন উর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহন করে। অনুরুপ কর্মসূচির মধ্যদিযে উপজেলা যুবলীগ দিবসটি পালন করে। এ উপলক্ষে যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি সাহাজ উদ্দিন সাজু, সাধারন সম্পাদক মোঁ জয়নাল আবেদীন, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রোকন,সাবেক ছাত্রলীগ নেতা ছামছুল হক,কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লতিফুর রহমান মনা প্রমুখ।এ অনুষ্ঠানে যুবলীগও কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহন করে। পরে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এছাড়া উপজেলার ৬৩ টি ওয়ার্ডে দলের উদ্যোগে পালিত হয়েছে দিবসটি। শোকদিবস উপলক্ষে উপজেলার নকশী সীমান্তফাড়ির বিজিবি সদস্যদের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়।