শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় শোক দিবস উপলক্ষে মানবিক সহায়তার আওতায় জি আর এর ১২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে পৌর কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়। এতে পৌরসভার ১২শ অসহায় মানুষকে দশ কেজি করে চাল দেওয়া হয়েছে।
পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ বকুল,ও পৌর কাউন্সিলর বৃন্দ এবং
ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা।।