শেরপুরের ঝিনাইগাতীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। ৫ আগষ্ট বৃহস্প্রতিবা উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক পৃথকভাবে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এতে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভুমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ নজরুল ইসলামও আলহাজ্ব হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুর রহমান, ঝিনাইগাতী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান প্রমুখ। উভয় অনুষ্ঠানে আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় । এতে সরকারি কর্মকর্তা কর্মচারিদের পাশাপাশি দলীয় নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।
বার্তাপ্রেরকঃ – মোঃবিল্লাল হোসেন, ঝিনাইগাতী, শেরপুর
মোবাঃ-০১৮৩১৬১৮২৮৮
তাং ০৫/০৮/২১ ইং