ঝিনাইগাতীতে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরো ৬ জন। নিহতরা হলেন, উপজেলার নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামের ইয়াকুব আলী (৫৮)। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন আবু নাছের আরজু(২৫) ইন্ন লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিওন। ১ আগষ্ট রবিবার বিকাল ৫ টায় ঝিনাইগাতী উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবু নাছের আরজু ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার ছোট ছেলে। মৃত্যু কালে স্ত্রী,এক কন্যা সন্তানসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। রাতে মরহুমের নিজ বাড়ি সংলগ্ন তামাগাঁও ঈদগাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আরজুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এছাড়া রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষায় আরো ৬ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণের নমুনা পাওয়া গেছে । ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লকডাউন আরো কঠোর অবস্থানে যেতে না পারলে করোনা পরিস্থিতি মোকাবিলা কঠিন হবে পরবে।