শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আকাশ রায় নামের এক ব্যক্তি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গাজীপুর মহানগর প্রেসক্লাবের স্মরণিকা “অন্বেষা”র মোড়ক উন্মোচন ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত  বাড়ি দখলে বাধা দেওয়ায় নারীর শ্লীলতাহানি, থানায় অভিযোগ ক্যাপিটা টাইমস স্কয়ার মার্কেট: প্রতিশ্রুতির ফাঁদে পাঁচ শতাধিক ক্রেতা টঙ্গীতে ১৬ মামলার আসামি ‘নারকাটা’ মাসুদ গ্রেপ্তার ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ এর প্রশিক্ষণ, উৎসাহ উদ্দীপনার নতুন দিগন্ত উন্মোচন। কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত কাপাসিয়ায় হয়রানিমুলক মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ধর্ষণের অভিযোগে শেরপুরের নালিতাবাড়ীতে ১ জন গ্রেফতার | সময়ের দেশ

তৌকির আহম্মদ তানজিল, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৯৯ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে এক নারীকে (২২) ধর্ষণের অভিযোগে বুধবার বিকালে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছেন নালিতাবাড়ী থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের পূর্ব কাপাশিয়া গ্রামের বাসিন্দা।

নারী ও তাঁর পরিবার জানান, ছয় বছর আগে ওই নারীর বিয়ে হয়। পরে স্বামী–স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় দুই বছর আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। এরপর ঐ নারী তাঁর বাবার বাড়িতে চলে আসেন। এই সুযোগে জাহাঙ্গীর ঐ নারীর বাড়িতে আসা–যাওয়া শুরু করেন। একপর্যায়ে ঐ নারীর সাথে জাহাঙ্গীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারীকে বিয়ে করার আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন জাহাঙ্গীর। ঐ নারী বিয়ে করতে চাপ দিলে জাহাঙ্গীর বিয়ে করছি বলে সময়ক্ষেপণ করতে থাকেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে জাহাঙ্গীর ঐ নারীর কক্ষে পুনরায় প্রবেশ করেন। সে সময় ঐ নারীকে বিয়ের কথা বলে আবারও শারীরিক সম্পর্ক করেন জাহাঙ্গীর,আবার বিয়ে করার কথা বলেন। বিয়ের কথা বলায় সে সময় জাহাঙ্গীর ঐ নারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান। তখন ঐ নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং অভিযুক্ত জাহাঙ্গীরকে ধরতে চেষ্টা করেন। এ সময় জাহাঙ্গীর বাড়ি থেকে পালিয়ে যান।

বুধবার দুপুর ১২টার দিকে ঐ নারী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নালিতাবাড়ী থানায় আসেন। পরে জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পুলিশ বিকালে জাহাঙ্গীরকে বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাঁকে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, দুপুরে ঐ নারী থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতার করেন। আগামীকাল ঐ নারীকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে এবং গ্রেফতার হওয়া ঐ ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১৯ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102