শেরপুর নকলা লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (০১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে মহাসড়ক সহ নকলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় আইন অমান্য করে দোকান খোলা রাখায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয়া হয়।
উপজেলা প্রশাসন, পুলিশ,সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশ নেন ইউএনও জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) কাউসার আহাম্মেদ,সহকারী কমিশনার (ভোক্তা অধিকার) সালাউদ্দিন বিশ্বাস,
সেনাবাহিনী থেকে ক্যাপ্টেন তৈমুর ও সঙ্গীয় ফোর্স, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ।
ইউএনও জাহিদুর রহমান জানান, লকডাউনে কঠোর থাকবে প্রশাসন।