শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে দারুল আরকাম সরকারি মাদ্রাসার ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ  সম্পন্ন তাহিরপুরে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি” প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জ তাড়াশে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার গাজীপুরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন দক্ষিণ সাতলা-রাজাপুর ৪ কি.মি. ইটের সোলিং রাস্তার বেহাল দশা নকলায় ‘মাদক’কে না বলুন কর্মসূচি বাস্তবায়ন বরিশালে নিরাপদ খাদ্য পরিদর্শকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় গাজীপুরে দারুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় কোরআন সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে পরিবেশ নদী বায়ু দূষণ ডেঙ্গু মশার উৎপাতে জনসচেতনতার দাবিতে মানববন্ধন গাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আমন ধানের উৎপাদন বাড়াতে নালিতাবাড়ীতে সার ও বীজ বিতরণ | সময়ের দেশ

এম. উজ্জ্বল, শেরপুর ব্যুরো প্রধানঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৩৭ বার পড়া হয়েছে

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ২০২০-২১ অর্থবছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সহায়তা প্রদান প্রণোদনা কর্মসূচীর আওতায় ১৫৫০ জন কৃষকের মাঝে আমন ধানের উফশী ও হাইব্রিড জাতের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার জনাব মো: আলমগীর কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জনাব হেলেনা পারভীন। উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব ফারুক আহসান এর সঞ্চালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোহাম্মদ ওয়াসিফ রহমান এবং কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মওদুদ আহমেদ এবং উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

উক্ত প্রণোদনা কর্মসূচীর আওতায় মোট ১৫৫০ জন কৃষককে আমন ধানের বীজ ও সার সহযোগিতা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩০০ জন কৃষক আমন উফশী জাতের ০৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার সহায়তা পেয়েছেন। অবশিষ্ট ১২৫০ জন কৃষক আমন হাইব্রিড জাতের ০২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার সহায়তা পেয়েছেন। উল্লিখিত পরিমাণ উপকরণ সহযোগিতা ০১ জন কৃষক ০১ বিঘা জমি চাষের জন্য গ্রহণ করেছেন। উপজেলা কৃষি অফিসার জনাব মো: আলমগীর কবীর এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন এই প্রণোদনা কর্মসূচীতে স্বল্প জীবনকালের এবং উচ্চ ফলনশীল জাতের বীজ অত্র উপজেলার কৃষকগণের মাঝে বিতরণ করা হয়। আশা করা যাচ্ছে যে, এই প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে নালিতাবাড়ী উপজেলায় ১৫৫০ বিঘা বা ২০৭ হেক্টর আমন আবাদ বৃদ্ধি পাবে এবং এর প্রভাবে অতিরিক্ত ৮২৮ মে.টন আমন ধান উৎপাদন হবে যার বাজার মূল্য বর্তমান বাজার দরে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ ৬০ হাজার টাকা (গড়ে ৮০০ টাকা মণ হিসাব করে)। বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি’র পরিকল্পনায় প্রদানকৃত এই প্রণোদনা কর্মসূচী নি:সন্দেহে অত্যন্ত কৃষকবান্ধব হবে। বাংলার আপামর কৃষকের আর্থিক অবস্থার উন্নয়নে এই প্রণোদনা কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা যায়।
কৃষির এই সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নালিতাবাড়ী, শেরপুর র্সবদা সচেষ্ট এবং নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে চলেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102